তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করতে আসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের সাথে এক ঝাঁক রাজ্য মন্ত্রী সভার সদস্যগণ।সোমবার কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস তার চেম্বারে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন।ডঃ পীযুষ কুমার দাস বলেন কালিয়াগঞ্জ কলেজের সুবর্ন জয়ন্তী উৎসবে অন্য যে সমস্ত মন্ত্রীরা আসবেন তাদের মধ্য আছেন বাচ্চু হাসদা, গোলাম রাব্বানি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন সহ বিশিষ্ট ব্যক্তিগণ।তিনি বলেন গত ২০শে আগস্ট,২০১৮ কালিয়াগঞ্জ কলেজের সুবর্ন জয়ন্তীর দিন পূরণ হলেও বিভিন্ন অসুবিধা থাকার কারনে সেই সময় সুবর্ন জয়ন্তী উৎসব পালন করা সম্ভব হয়নি।আগামী ২০শে ডিসেম্বর উৎসব শুরু হয়ে শেষ হবে ২৩শে ডিসেম্বর।অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সাহিত্য আসর,বিশিষ্ট শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে বলে অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস জানান।তিনি বলেন সুবর্নজয়ন্তী উৎসব উপলক্ষে কলেজে রক্তদান শিবির ও মশাল দৌড়ের আয়োজন করা হয়েছে।উৎসব উপলক্ষে কালিয়াগঞ্জ কলেজে চলছে ব্যাপক তৎপরতা।
আরও পড়ুন: মোদি সুনামিতে বাংলা দখলের চ্যালেঞ্জ শেহনাজের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584