মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকাবিলয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা

0
80

রাহুল রায়,কাটোয়াঃ

Golden Jubilee Festival of the Majheri Chanchala Bala Girls School
প্রকাশ।নিজস্ব চিত্র
Golden Jubilee Festival of the Majheri Chanchala Bala Girls School
উদ্বোধন।নিজস্ব চিত্র

মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকাবিলয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হল বুধবার।লোকশিল্পী বাদ্যযন্ত্র ঢাক ও ব্যাণ্ড এর মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী, এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রদান,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ রফিকুল ইসলাম,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকাবিলয়ের প্রধান শিক্ষিকা অনসূয়া ঘোষ, করুই গ্ৰাম পঞ্চায়েত প্রধান মমতা মালিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার চন্দ্র, বিশিষ্ট সমাজ সেবক পিন্টু মণ্ডল সহ প্রমুখ। সুবর্ণ জয়ন্তী উৎসবে মঞ্চে থেকে রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ ব্যানার্জী মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকাবিলয়ের মুকুর বই এর আনুষ্ঠানিক প্রকাশ করেন। মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকাবিলয়ের একটি বিজ্ঞান বিভাগের একটি স্টলের ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী।নাচ গান নাটক লোকসংগীতে জমে উঠেছে সুবর্ণ জয়ন্তী উৎসব। বিদ্যালয়ের ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠান দেখার জন্যে ভীড় জমায়।সুবর্ণ জয়ন্তী উৎসব চলবে তিনদিন ধরে।

Golden Jubilee Festival of the Majheri Chanchala Bala Girls School
নিজস্ব চিত্র

আরও পড়ুন: চন্দ্রকোনা বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here