সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তুঙ্গে প্রস্তুতি মাথাভাঙ্গা কলেজে

0
360

মনিরুল হক, কোচবিহারঃ

আগামী ১ সেপ্টেম্বর মাথাভাঙ্গা কলেজের সুর্বণজয়ন্তী পূর্ণ হতে চলেছে।সুবর্ণ জয়ন্তীবর্ষ উপলক্ষ্যে উদযাপনের জোরদার প্রস্তুতি চলছে মাথাভাঙ্গা কলেজে। মাথাভাঙ্গাবাসীর কাছে কলেজের এই সুবর্ণ জয়ন্তীকে বর্ণময় করে তুলতে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রারম্ভিক পর্বের অনুষ্ঠান হবে।সেই জন্য মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।কলেজের বাউন্ডারি, বিল্ডিং ইত্যাদি পরিষ্কার ও রং করার কাজ চলছে। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানের মহড়া চলছে জোর কদমে।আমন্ত্রণ পত্র বিলির কাজও শুরু হয়েছে।
মাথাভাঙ্গা কলেজের টিচার ইনচার্জ রেবতী মোহন রায় ও উৎসব কমিটির কনভেনার বিশ্বজিৎ রায় জানান, “সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।”

আরও পড়ুন: ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে একক ভাবে বোর্ড গঠন বিজেপির

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here