হিন্দি ছবির গানে নব্বইয়ের দশককে ফিরে দেখার কনসার্ট শহরে

0
70

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

golden moment of singer | newsfront.co

নব্বই দশকের হিন্দি সিনেমার গানে এক ঝাঁক নতুন তারকার জন্ম হয়। সুরকার থেকে গীতিকার, গায়ক থেকে গায়িকা নতুন গানের রেশ নিয়ে গোটা এক দশক মাত করে রেখেছিলেন শ্রোতাকে। কিশোর কুমার, মহঃ রফিদের পরবর্তী সময়ে আশির দশকে অমিত কুমার, শৈলেন্দ্র সিং, মহঃ আজিজদের মতো শিল্পীরা যথেষ্ট পরিচিতি পান। নব্বইয়ের দশকে কুমার শানু, অভিজিত, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পড়োয়াল, সাধনা সরগম গানে, গানে মাতিয়ে রেখেছিলেন আসমুদ্র হিমাচল। সেই সব দিনকেই ফের ফিরিয়ে আনার চেষ্টা এবার কল্লোলিনী কলকাতার বুকে৷

শ্যাম সরকার, কসমিক হারমোনির উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি, সত্যজিৎ রায় অডিটোরিয়াম (আই.সি.সি.আর ) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘গোল্ডেন মোমেন্টস অফ নাইনটিস এরা’। মূল ভাবনায় শ্যাম সরকার।গানে প্রিয়া ভট্টাচার্য, সুজয় ভৌমিক, সিসপিয়া, অভি, সৌরিন প্রমুখ।

আরও পড়ুনঃ মুক্তির পথে সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, হাজির টিজার

গানের ভেলায় আর.ডি.বর্মন, রেহমান থেকে যতীন-ললিত, নদীম-শ্রবন সুরকারদের সুরে এই সন্ধ্যা নিঃসেন্দহে শ্রোতার মন ভরাবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here