ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক গোলন্দাজের শুটিং শুরু আজ থেকে

0
203

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আজ থেকে শুরু হচ্ছে ‘গোলন্দাজ’ ছবির শুটিং। ব্রিটিশদের ফুটবল খেলতে দেখে যে মানুষটি নিজের দেশের মানুষের পায়ে বল ধরিয়েছিলেন তিনি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তিনিই ভারতীয় ফুটবলের জনক। তাঁকে এবার সেলুলয়েডের দরবারে হাজির করছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

goolander | newsfront.co
ছবির পোস্টার। চিত্র সৌজন্যঃ ফেসবুক

নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় দেখা যাবে সুপারস্টার দেব’কে। নগেন্দ্রর বাবা অর্থাৎ সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে দেখা যাবে শ্রীকান্ত আচার্যকে। এটিও একটি বড় চমক বলা যায়। শ্রীকান্ত যিনি মূলত গানের জগতের লোক, তাকে আমরা কাদম্বরী, চায়ে ছুটি এই দুটি ছবিতে ছোট চরিত্রে দেখেছি। এবার সূর্যকুমারের চরিত্রে কেমন অভিনয় করেন তিনি সেটাই দেখার।

এছাড়া নগেন্দ্রপ্রসাদের স্ত্রী রানি কমলিনীর চরিত্রে রয়েছেন ইশা সাহা, বিপ্লবী ভার্গভের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, জিতেন্দ্রর চরিত্রে ইন্দ্রাশিস রায়, বিনোদের চরিত্রে জন ভট্টাচার্য। একটি বিশেষ চরিত্রে থাকছেন জয়দীপ মুখার্জি।

আরও পড়ুনঃ ‘তুমি কি সেই?’-এর হাত ধরে দেবশ্রীর কামব্যাক

goolander | newsfront.co
ছবির কাস্ট। চিত্র সৌজন্যঃ ফেসবুক

প্রজাতন্ত্র দিবসেই সোশ্যাল মিডিয়া মারফত সামনে এসেছে ছবির স্টার লিস্ট। আজ সামনে এল মুখ্য চরিত্র দেবের ফার্স্ট লুক। ফের একবার অন্যরকমের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। তবে এই ছবির শুটিং শুরুর আগে তাঁকে ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছেন বাইচুং ভুটিয়া। পাশাপাশি ছবির জন্য গল্প গুছিয়েছেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। গান লিখছেন শ্রীজাত। সুরকার হিসেবে কাজ করেছেন বিক্রম ঘোষ। অন্যদিকে ক্যামেরায় চোখ রেখেছেন সৌমিক হালদার।

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল ‘অন্তর্ধান’-এর টিজার

dev | newsfront.co
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেব। চিত্র সৌজন্যঃ ফেসবুক

ছবি ঘিরে রয়েছে আরও এক চমক। ফুটবলার নগেন্দ্রপ্রসাদের ছেলেবেলার চরিত্রে অভিনয় করবে অঙ্কিত মজুমদার, যাকে আজ মানুষ নেতাজি হিসেবেই বেশি চেনেন। এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে তার।

বলা বাহুল্য, শুধু নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন ইতিহাসই নয়, এই ছবিতে উঠে আসবে
তৎকালীন ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ফুটবল নিয়ে মানুষের মনোভাব-সহ আরও নানাদিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here