পথ দুর্ঘটনায় চলে গেলেন ‘গন গার্ল’ খ্যাত লিসা বেনস

0
104

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

প্রয়াত লিসা বেনস। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন ‘গন গার্ল’ তারকা লিসা বেনস। গত ৪ জুন তাঁকে ভর্তি করা হয় নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে। দিনদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
১১ দিনের জীবনযুদ্ধের পর বেনস-এর মৃত্যু সংবাদ জনসমক্ষে আনেন অভিনেত্রীর ম্যানেজার।

american actress lisa banes | newsfront.co
লিসা বেনস

তিনি তাঁর বিবৃতিতে বলেন- “আমাদের সকলের মন ভেঙে গিয়েছে। লিসার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। ওর মতো সহৃদয় ও বড়মাপের মানুষ সত্যিই বিরল। কাজের জন্য, পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে ও। আমরা ওর জীবনের অংশ হতে পেরে ধন্য।”গত ৪ঠা জুন ৬৫ বছর বয়সি এই অভিনেত্রীকে একটি মোটরবাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছিল ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে।

আরও পড়ুনঃ বাইক দুর্ঘটনায় মৃত জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী অভিনেতা সঞ্চারী বিজয়, দেহ দান করবে পরিবার

সূত্রের খবর, সেই সময় অ্যামস্টারডাম অ্যাভিনিউ ক্রস করছিলেন লিসা বেনস। তিনি যাচ্ছিলেন নিজের প্রাক্তন স্কুল, জুলিয়ার্ডে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাথায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। ‘গন গার্ল’ সহ হলিউডের একাধিক উল্লেখযোগ্য ছবি যেমন ‘ককটেল’, ‘ন্যাশভিলে’, ‘মাস্টার অফ সেক্স’, ‘ম্যাডাম সেক্রেটারি’ তে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন লিসা বেনস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here