নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
হনুমান জয়ন্তী, সবেবরাতের পরে এবার গুড ফ্রাইডে। করোনার মহামারি রুখতে লকডাউন বাধা হয়ে দাঁড়াচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে। আজ তথা শুক্রবার, খ্রিষ্টানদের অতি পবিত্র উৎসব গুডফ্রাইডে, আর এই পবিত্র উৎসবের দিনেও তালা বন্ধ গির্জা।
এমনকি গতকাল ইসলাম ধর্মাবলম্বিদের সবেবরাতেও, মসজিদের ইমামরা বাড়িতে বসে নমাজ পড়ার নিদান দিয়েছিলেন। একসঙ্গে জমায়েত হওয়া নিষেধ থাকায় এবার গুডফ্রাইডেতে ভিডিও কলিং এর মাধ্যমে বাড়িতে বসেই প্রার্থনা করবেন খ্রিষ্টান ধর্মাবলম্বিরা। এমনই নিদান দিয়েছেন উত্তর দিনাজপুরের গির্জা পাদরিরা।
আরও পড়ুনঃ করোনাকে ভয় নয় সচেতন থাকার বার্তাই অঙ্কনে ফোটালো “চলো পাল্টাই”
লকডাউনের কারনে স্বাভাবিক ভাবেই গির্জাগুলিতে সমবেত প্রার্থনা হবে না। তাই এদিন রায়গঞ্জের ছটপড়ুয়ার গির্জার ফাদার ফেফিয়ান বলেছেন, বাড়িতে ভিডিও কনফারেন্স বা ইউটিউবের মাধ্যমে এবার যীশুকে স্মরন করতে হবে।
রায়গঞ্জের পাশাপাশি চোপড়া, আলতাপুর, করনদিঘি, কানকি, ভাটোল এলাকাতেও একই ভাবে গুডফ্রাইডে মানা হয়। এদিন তাঁরা পবিত্র যীশুর কাছে দেশ তথা সারা বিশ্বকে করোনা মুক্ত করুন বলে জানায় তাঁরা।
যদিও এ বিষয়ে কানকি গির্জার পাদরি জন কেনেডি বলেন, ‘ ‘২০২০-২১ সালে সারা পৃথিবীর মানুষ ঘরবন্দি থাকবেন, সে কথা আমাদের বাইবেলে লেখা রয়েছে। তবে এই করোনার প্রভাবে আমরাও বেশ আতংকিত।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584