নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
নতুন বছরে নতুন আকর্ষণ। ২০২১-এর পয়লা দিন থেকেই গুড মর্নিং আকাশ হয়ে উঠেছে আরও বেশি ঝকঝকে এবং আরও বেশি আকর্ষণীয় এবং রঙিন। সেট ডিজাইন থেকে শুরু করে অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনায় চমক এসেছে গুড মর্নিং আকাশ-এ।
বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে লোকসংগীতের নানা বৈচিত্র্য্। সেই বৈচিত্র্যময় লোক সংগীতের স্বাদ পেতে প্রতি মাসের একটি দিন বিভিন্ন জেলা থেকে নামী, গুণী লোকসংগীত শিল্পীদের নিয়ে আসা হবে অনুষ্ঠানে। বাংলার লোকসংগীতের অফুরন্ত ভাণ্ডার থেকে বৈচিত্র্যময় গান দর্শকের সামনে উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে গুড মর্নিং আকাশ-এর।
শুধুমাত্র লোকসংগীত নয়, বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য ভিন্নধারার গানের যে প্রচলন রয়েছে, যে গানের সুরেলা মাধুর্যে বাংলার বাতাস মধুময় হয়ে উঠছে নিরন্তর সেই ধারার গানকে গুড মর্নিং আকাশ-এর অনুষ্ঠানে তুলে এনে অনুষ্ঠানটিকে আরও বৈচিত্রময় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ১৮’য় পা! পুলিশ ফাইলসের নতুন সঞ্চালক সুদীপ মুখার্জি
যাদের সংগীত প্রতিভা রয়েছে অথচ প্রতিভা প্রকাশের সুযোগ হয়নি কোথাও, সেই সুযোগ এবার তাদের হাতের মুঠোয়। বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান উঠতি সংগীত শিল্পীদের কাছে গুড মর্নিং আকাশ অনুষ্ঠান হবে তাদের প্রতিভা প্রকাশের মঞ্চ। নবীন প্রতিভাবান শিল্পীদের আমন্ত্রণ জানাবে গুড মর্নিং আকাশ।
সাত সুরে সকাল এখন প্রতিদিন হবে আরওপ্রাণবন্ত আরো চিত্তাকর্ষক- এমনই দাবি চ্যানেলের। সোম থেকে রবি প্রতিদিন সকাল সাতটায় দেখুন ‘গুড মর্নিং আকাশ’, শুধুমাত্র আকাশ আট-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584