নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
২০১৯-২০ সালের বাজেট পেশ হয়েছে আজ।কেন্দ্রীয় সরকারের আজকের বাজেটে ছিল বেশ কিছু চেনা অচেনা চমক।ইন্দিরা গান্ধীর পর এই প্রথম কোনো মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করল।দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেটে চলতি অর্থবর্ষে দেশের জিডিপি ৭% বৃদ্ধির কথা মাথায় রেখেই এই বাজেট,এমনটাই জানান হলো।
বাজেটে মিলেছে স্বনির্ভর প্রকল্পের মহিলাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা প্রত্যেক মহিলাদের জন্য আনন্দের হতে চলেছে এই বাজেট।
মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু স্বনির্ভর মহিলা গোষ্ঠী রয়েছে।জন ধন অ্যাকাউন্ট থেকে ৫০০০ টাকা ওভারড্রাফট নিতে পারবেন জানতে পেরে বেশ খুশি তাঁরা।প্রাথমিক ভাবে তাঁরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পরও সেই অর্থে লোন পেতেন না বলেই জানান,কারন অনেক সময় টাকা ফেরত পাওয়ার ব্যাপারে সন্দিহান থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ বিষয়ে হাত গুটিয়ে নিতেন।
আরও পড়ুনঃ প্রাথমিক চিকিৎসার ধারণা দিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ শিবির
কিন্তু বাজেটের পর সে বিষয়ে অনেক খানি পথ প্রশস্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।মহিলা মুদ্রা যোজনায় ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে স্বনির্ভর প্রকল্পের মহিলারা।
এটা নিয়ে স্বনির্ভর প্রকল্পের যুক্ত মহিলাদের অনেকেরই স্বচ্ছল হওয়ার স্বপ্নে চোখ ভাসলো।তাদের মধ্যে জানতে চাওয়া হলে এই বিষয়ে তাঁরা বলেন, “যে অল্প কিছু টাকা পাই তা দিয়ে মেয়েরা হাঁস মুরগি পোষে, ছাগল পোষে,কেউ কেউ নিজের ছোট খাটো ব্যবসায় লাগায়,তবে এবারের বাজেটে আমাদের কথা ভাবা হয়েছে তাই আমরা খুশি।”
মুর্শিদাবাদের জলঙ্গীর বেশ কিছু জায়গায় এবারের বাজেট সম্বন্ধে জানতে চাওয়া হলে ইতিবাচক দিক উঠে এলো এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584