নিউজফ্রন্ট, বিনোদন ডেস্কঃ
অবশেষে নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখের খবরটি নিজেই দিলেন নিসপাল ঘরণী কোয়েল। মা হতে চলেছেন তিনি। এর আগে তাঁকে নিয়ে, তাঁদের সংসার নিয়ে হরেক রকমের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু তাতে কান দেননি কর্তা-গিন্নি কেউই।
এমনও কথা উঠেছিল তাঁদের নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। এই কথা কোয়েলের কানে গেলে তিনি বলেন- “আমার কাছে এরকম কোনও খবর নেই। যাঁরা বলছেন তাঁদের কাছে হয়ত এই খবর আছে।”
সদাহাস্যময়ী অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি দর্শকমনে সাড়া ফেলেছেন মিতিন মাসি হিসেবে। মুক্তি পেয়েছে ‘সাগরদ্বীপের যকের ধন’। একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন তিনি। তবে, ‘মিতিন মাসি’-তে তাঁকে অন্যভাবে আবিষ্কার করেছেন দর্শক।
এবার রিয়েল লাইফে একেবারে নতুন ভূমিকায় ধরা দেবেন কোয়েল। খুশির হাওয়া বইছে মল্লিক পরিবারে এবং সিং পরিবারে।
নিজের ফেসবুক পেজে নিজেই দিয়েছেন সেই সুখবর। সুতরাং রটনা নাকি ঘটনা তা নিয়ে আর আলোচনা-সমালোচনার অবকাশ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584