সিবিএসসি-তে সারা জেলায় ভালো ফলাফল,স্কুলে খুশির হাওয়া

0
67

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

বৃহস্পতিবার সিবিএসসি-র ফল প্রকাশ হতেই রায়গঞ্জ শহরে খুশির হাওয়া বইতে শুরু করে। জানা যায়,সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেনীর ফল প্রকাশ হয় এদিন।আর উত্তর দিনাজপুরের সবচেয়ে পুরনো ইংরাজী মাধ্যম স্কুল বেথানী মিশন স্কুলের ছাত্র ছাত্রীরা চমকপ্রদ ফলাফল করেছে বলে জানা যায়।এই স্কুলের এক ছাত্রী দ্বৈতা মন্ডল সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে পূর্বের। দ্বাদশ শ্রেনীতে ওর প্রাপ্ত নাম্বার ৯৭.২ শতাংশ। তাও আবার কলাবিভাগ থেকে।

Good results in the whole district of CBSE
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সিবিএসই-এর দ্বাদশের পরীক্ষায় দেশের মধ্যে ৫ম স্থানে কোচবিহারের মেয়ে

এটি কলাবিভাগের সর্বোচ্চ নাম্বার পুরো জেলায়।ঐ বিদ্যালয়ের এক শিক্ষক বিনয় লাহা জানান, “দ্বৈতা বরাবরই পড়াশোনায় খুব ভালো। শ্রেনীকক্ষে শিক্ষক না থাকলেও ওকে কখনো বই ছাড়া দেখি না।সবচেয়ে বড় বিষয় ও আমার বিষয় ইতিহাসে একশোতে একশো পেয়েছে। আমি ওর শিক্ষক হিসাবে গর্বিত।আর শুধু দ্বৈতা নয় আমাদের বিদ্যালয়ে কলাবিভাগে শুভংকর ধর,সৌরভ মন্ডল,খুশী শর্মা সহ অনেকেই দুর্দান্ত রেজাল্ট করেছে।একই সাথে ভালো রেজাল্ট হয়েছে অন্য দুটি বিভাগেও।শাশ্বত বক্সী বিজ্ঞান বিভাগে ৯৪ শতাংশ পেয়ে সম্ভাব্য প্রথম হয়েছে। ”
প্রায় বিয়াল্লিশ বছরের পুরনো বিদ্যালয়ের এই সাফল্যে পুরো জেলাতে খুশির হাওয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here