মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন কর্মসংস্থান। কোভিড-১৯-এর সংক্রমণ যত বাড়ছে লকডাউনের মেয়াদও তত বাড়ছে। এই লকডাউনের কারণেই বেশিরভাগ কর্মসংস্থানের কর্মচারীরা বাড়ি থেকেই কাজ করছেন। যার নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্ক ফ্রম হোম’। এভাবেই কাজ হচ্ছে বিভিন্ন সংস্থানে। বাড়িতে বসেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে অফিসের কাজ সারছেন কর্মীরা। কাজ করার এই নতুন ধারাই মানিয়ে নিয়েছে প্রযুক্তি সংস্থাগুলি।
তবে বেশ কিছু ক্ষেত্রে কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেকের বাড়িতেই নেই ল্যাপটপ। আবার কারোর বাড়িতে অফিসের কাজ করার মতো পরিকাঠামো নেই। অনেকেরই নেই ল্যাপটপ বা বসে কাজ করার মতো একটা টেবিল। সেই সব সমস্যা মেটাতে প্রত্যেক কর্মীকে ১,০০০ মার্কিন ডলার করে দিচ্ছে গুগল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৫ হাজার টাকা।
আরও পড়ুনঃ আমেরিকায় ভয়াবহ আকার নিচ্ছে করোনা, তিনমাসে মৃত ১ লক্ষের বেশি মানুষ
সংস্থার সিইও সুন্দর পিচাই জানান, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ফলে ৬ জুলাই থেকে ধীরে ধীরে কাজের কাজের পরিবেশ স্বাভাবিক করা হবে গুগুল ও অ্যালফাবেট সংস্থার। এবং পরিস্থিতি ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যে ৩০ শতাংশ লোকবল নিয়ে অফিসে কাজ শুরু হবে বলে জানিয়েছেন পিচাই। তবে নিয়মিত নয় সপ্তাহে এক দু’দিন অফিস করতে কর্মীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584