মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সালটা ১৮৬১। ভগলপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক। নাম কাদম্বিনী। ১৮০০ শতাব্দীতে বাড়ির অন্দরমহলই ছিল মহিলাদের গণ্ডি। পুরুষতান্ত্রিক সমাজে খোলা আকাশে ওড়ার স্বপ্ন দেখতেও যেন ভয় পেত মহিলারা। সেই যুগের সমাজে থেকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে সমাজের যে কোনও বাধা পেরিয়ে ওঠা সম্ভব। এদেশে নারী শিক্ষাপ্রসারের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। অন্যদের থেকে নিজেকে একেবারে আলাদা প্রমাণ করে বিশ্বকে চমকে দিয়ে ভারতের প্রথম চিকিৎসক হয়েছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
ভগলপুরের ছোট্ট একটি গ্রাম থেকে কলকাতায় এসে ইংরাজি মাধ্যমে শিক্ষাগ্রহণ এবং তারপর মেডিক্যাল ছাত্রী হয়ে ওঠা। পুরুষতান্ত্রিক সমাজে মহিলা চিকিৎসক হয়ে ওঠার লড়াই মোটেও সহজ ছিল না। কিন্তু সেসবকে অতিক্রম করে লক্ষ্যভেদ করেছেন কাদম্বিনী দেবী। জীবনে চলার পথে বাধা আসলেও সংসার এবং পড়াশোনা দুটোই সুন্দরভাবে সামলেছেন তিনি। যদিও এই লড়াইয়ে পাশে পেয়েছিলেন বাবা এবং স্বামীকে।
সালটা ১৮৯২। মেডিক্যাল পাশ করার পর উচ্চশিক্ষার জন্য ব্রিটেন পাড়ি দিয়েছিলেন কাদম্বিনী দেবী। এডিনবার্গ ও ডাবলিন থেকে শংসাপত্র নিয়ে ফিরেছিলেন দেশে। তারপর দেশবাসীর সেবায় নিযুক্ত করেন নিজেকে। আজ, রবিবার ১৬০তম জন্মবার্ষিকীতে কাদম্বিনী দেবীকে বিশেষ সম্মান জানাল গুগল। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনে আজ একটি উঁকি মারলেই দেখবেন, বদলে গিয়েছে গুগলের ডুডল। যেখানে সাধারণত বড়বড় করে Google লেখা থাকে, সেই Go আজ বদলে গিয়েছে স্টেথোস্কোপে। পরের O-তে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের ছবি।
আরও পড়ুনঃ নতুন ক্রেডিট কার্ড ইস্যুতে আরবিআইয়ের কোর্টেই বল ঠেলে দিল HDFC
১৮৮৪ সালে যেখানে ডাক্তারি পড়ার জন্য ভরতি হয়ে নারীশিক্ষার অর্থই পাল্টে দিয়েছিলেন কাদম্বিনী দেবী। আর ঠিক তার পরে তে রয়েছে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ছবি। মহিলারাও যে ডাক্তার হয়ে কারোর প্রাণ বাঁচাতে পারে, এই দৃঢ় বিশ্বাসই দেশের মহিলাদের মননে ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। তাই ইতিহাসের পাতায় সর্বদা স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়-এর নাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584