নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সম্প্রতি গুগল থেকে প্রকাশিত ২০১৯ সার্চ ইঞ্জিন ট্রেন্ড রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে গুগলে সর্বাধিক সার্চ করা বিষয় হচ্ছে ৩৭০ ধারা ও সিএএ। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত নেটিজেনরা ৩৭০ ধারা সম্পর্কে সবচেয়ে বেশি কৌতুহল প্রকাশ করেছে।
কাশ্মীর থেকে অগাস্ট মাসে ৩৭০ ধারা রদ হওয়ার পর জম্মু-কাশ্মীর উপত্যকা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যায়। একটি লাদাখ, অন্যটি জম্মু-কাশ্মীর। ৩৭০ ধারা কী? তা নিয়েই মানুষ জানতে চেয়েছে বেশি।
তবে ৩৭০ এর পর, রাজ্য হিসাবে সর্বোচ্চ সার্চের তালিকায় রয়েছে ক্যাব অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল। ২৭ ডিসেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, জম্মু-কাশ্মীর, হিমাচল, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় ও বিহার বাদে অন্যসব রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জানার আগ্রহ ছিল বেশি। এই তালিকায় রয়েছে পশ্চিবঙ্গের নামও।
এরপরে তালিকায় রয়েছে এনআরসি ও অযোধ্যা মামলা। মধ্যপ্রদেশ, বিহার ও উত্তরপ্রদেশ এই তিন রাজ্যের মানুষ অযোধ্যা মামলার ব্যাপারে জানতে ইচ্ছাপ্রকাশ করেছে সবচেয়ে বেশি।
আরও পড়ুনঃবাড়তে পারে শীতের দাপট, সম্ভাবনা শৈত্যপ্রবাহেরও
এগুলো ছাড়াও তালিকায় যে বিষয়গুলি পরপর প্রকাশ পেয়েছে সেগুলো হল– পুলওয়ামা-বালাকোট হামলা, ই-সিগারেট, ক্রিকেটে ডিএলএস মেথড, লোকসভার ভোটবুথ ইত্যাদি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584