নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কাজের দিনে সকাল থেকেই ঝক্কি। চলছে না লাইফলাইন জিমেল। গুগলের মেল পরিষেবা জি-মেল মসৃণ ভাবে ব্যবহার করা যাচ্ছে না। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জি-মেল ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। জি-মেলের সঙ্গে ‘অ্যাটাচমেন্ট’ হিসাবে কোনও ফাইল পাঠানো যাচ্ছে না।
বৃহস্পতিবার সকাল ১১ থেকে এই সমস্যার সম্মুখীন জি-মেল ব্যবহারকারীরা। শুধু যাদের এমনি অ্যাকাউন্ট আছে তাদের নয়, যাদের জি-স্যুট আছে, তারাও অ্যাটাচমেন্ট পাঠাতে গিয়ে অসুবিধায় পড়ছেন। গুগলের অন্যান্য পরিষেবাতেও নানান সমস্যার মুখে পড়েন ইউজাররা। এর অবশ্য এখনও কোনও কারণ জানিয়ে উঠেতে পারেনি গুগল।
আরও পড়ুনঃ মহামারি মন্দার ধাক্কা সামলাতে মদ বিক্রিতে ছাড় দুবাইয়ে
কয়েকটি টেক পোর্টালের দাবি, গুগল সুইটের অন্যান্য পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায়, জিমেলে ‘লগ ইন’ বা মেল রিসিভেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, জাপান-সহ ইউরোপের বিভিন্ন দেশও এই সমস্যার সম্মুখীন।
আরও পড়ুনঃ চাঁদে বাড়ির স্বপ্ন সত্যি হওয়ার হাতছানি দিচ্ছেন একদল গবেষক
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তদন্ত করে দেখছেন এর নেপথ্যের কারণগুলি। গুগল ড্রাইভ, গুগল ডক, গুগল মিট প্রভৃতি পরিষেবাও এই মুহূর্তে আক্রান্ত। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে অনেকের।
জানা গিয়েছে, সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণেই গুগলের কয়েকটি পরিষেবা ব্যবহারে সমস্যা হচ্ছে গ্রাহকদের। গুগলও এই সমস্যার ব্যাপারে ওয়াকিবহাল। জি সুইটের ড্যাশবোর্ডে গুগলের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আশা করছি বৃহস্পতিবার দুপুরের মধ্যেই সমস্যার সমাধান করে ফেলা যাবে।” জি-মেলের সার্ভার ডাউন নিয়ে আলোচনাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। জি-মেল বসে যাওয়ায় বিষয়টি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জানাচ্ছেন নেটাগরিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584