মামলার ধাক্কায় ইনকগনিটো মোড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো গুগল

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

৫ বিলিয়ন মার্কিন ডলার ল’ স্যুটের ধাক্কায় অবস্থান স্পষ্ট করলো গুগল। গুগল ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোডে সার্চ করলেও ট্র্যাক হতে পারে ডেটা, জানালো গুগল। আমেরিকায় তিন ব্যক্তি মামলা করেন গুগলের বিরুদ্ধে। তারা অভিযোগ করেন, গুগল অনলাইন প্রাইভেসি মানে না তাদের ডেটা ট্র্যাকিং ব্যবসার কারণে। ৫ বিলিয়ন মার্কিন ডলারের ল স্যুট ফাইল করেন তাঁরা গুগলের বিরুদ্ধে। চাপে পড়ে অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয় গুগল।

Google | newsfront.co

সংস্থা জানিয়েছে, গুগল ক্রোমে ইনকগনিটো মোডে সার্চ করলেও ডেটা ট্র্যাক করা সম্ভব। গুগলের বক্তব্য, তারা ধরেই নেয় যে ব্যবহারকারীরা জানবেন ইনকগনিটো মোড মানে ইনভিসিবল নয়। গুগল ক্রোম যাঁরা ব্যবহার করছেন এই সামান্য জিনিস তাঁরা জানবেন এটাই মনে করে সংস্থা।

এই মামলায় বিচারক লুসি কোহ অবশ্য গুগলের এই ধারণার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ” গুগল কর্তৃপক্ষ কখনোই ব্যবহারকারীদের জানায়নি যে প্রাইভেট ব্রাউজিং মোড থেকেও তারা তথ্য সংগ্রহ করে।”

আরও পড়ুনঃ সম্পদ বৃদ্ধির হারে বেজোস, মাস্ককে পিছনে ফেললেন আদানি

গুগল কর্তৃপক্ষ মামলার উত্তরে আদালতে জানিয়েছে, ” ইনকগনিটো মোড মানে ইনভিসিবল নয়। গুগল ক্রোমে সার্চ করার সময় যে কোন থার্ড পার্টি অ্যানালিটিক্স বা বিজ্ঞাপন সংস্থা তথ্য সংগ্রহ করতেই পারে। ইনকগনিটো মোডে সার্চ করার অর্থ হলো যে সার্চের সময় যে ডিভাইস ব্যবহার করা হচ্ছে, সেখানে সার্চ হিস্ট্রি রক্ষিত থাকবে না।”

আরও পড়ুনঃ কোরিয়ান ব্যান্ড বিটিএসের মুকুটে নয়া পালক, প্রথম এশিয়ান ব্যান্ড স্থান পেল বিলবোর্ড ২০০-এ

গুগলের মুখপাত্র জোস ক্যাস্তনেডা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,” আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, যতবার ইনকগনিটো মোডে কেউ নতুন ট্যাব খুলবেন ওই ব্রাউজিং সেশনে তাঁর তথ্য কোনো ওয়েবসাইট সংগ্রহ করলেও করতে পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here