নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা অতিমারীর প্রকোপে ২০২০ সালের অনেকটা সময় লকডাউনেই কেটেছে সব দেশের। অফিস কাছারির দরজা বন্ধ থাকলেও থেমে থাকেনি কাজকর্ম। সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই কাজে এসেছে পরিবর্তনের ছোঁয়া ওয়ার্ক ফ্রম হোম। এই পরিস্থিতিতে গুগল ডুও আর গুগল মিট সবথেকে বেশি ব্যবহার হয়েছে বিশ্বজুড়ে।
ফলত, বেড়েছে ভিডিও কলের পরিমাণ, গোটা অফিস চলেছে কম্পিউটার স্ক্রিনে। বছর শেষে দেখা যাচ্ছে, গুগলে সারা বছরের ভিডিও কলের পরিমাণ ১ ট্রিলিয়ন মিনিট অর্থাৎ ১৮ বিলিয়ন ঘন্টার ভার্চুয়াল অফিস চলেছে সারা পৃথিবী জুড়ে। সংস্থা জানিয়েছে জিমেল এবং গুগল মিট অপরিমিত রাখা হয়েছে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত।
গুগল জানিয়েছে, তারা চলতি বছরে জি-মেলে একটি নতুন ট্যাব যোগ করেছে যা ব্যবহার করে এক নিমেষে গ্রাহক জি-মেল থেকে ভিডিও কলে পৌঁছতে পারেন; দ্বিতীয় কোনো ট্যাবের প্রয়োজনই পড়বে না এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার জন্য।
আরও পড়ুনঃ উচ্চক্ষমতাসম্পন্ন করোনার নতুন স্ট্রেন, বছর শেষে বাড়ছে উদ্বেগ
গুগল ডুও এবং গুগল মিটের গ্রাহক পরিষেবা টিমের ডিরেক্টর ডেভ সাইট্রোন বলেন, ” আমরা গুগল মিট, নেস্ট হাব ম্যাক্স এবং ক্রোমকাস্টে এমন প্রযুক্তি ব্যবহার করেছি যার সাহায্যে গ্রাহক হ্যান্ডস ফ্রি কলে থেকে স্বাভাবিক ঘোরা ফেরা করতে পারেন, একজায়গায় দীর্ঘক্ষণ বসে থাকার প্রয়োজন না হয়।”
আরও পড়ুনঃ শীতের আমেজে কলকাতায় হাজির ভারতের প্রথম পপ-আপ ক্যাফে ‘উইন্টার লেন’
সংস্থা সূত্রে জানা গিয়েছে, তাঁরা বিশেষ নজর দিয়েছেন সিকিউরিটি এবং গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে, যাতে কোনো মিটিং এর কোন তথ্য বাইরে না যায়। গুগল অ্যাপ্লিকেশনের গ্রাহক সংখ্যা প্রায় ১০০মিলিয়নের ও বেশি বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ মিলিয়নে। গুগলের সিইও সুন্দর পিচাই জানান, গুগলের গ্রাহক সংখ্যা অন্তত ৩০ গুণ বেড়েছে গত জানুয়ারি মাস থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584