নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা দেশ। লাগাতার লকডাউনের জেরে বন্ধ অফিস-কাছারি থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থান। তবে লকডাউন করেও ঠেকানো যায়নি সংক্রমণ। উপরন্তু দেশের অর্থনীতিতে করোনার ক্ষতিকর প্রভাব পড়েছে। এহেন পরিস্থিতিতে ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা করল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের খাতে ৭৫ হাজার কোটি টাকা খরচ করবে গুগল। সোমবার এই কথা জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই। গুগল ফর ইন্ডিয়া কনফারেন্সে এই ঘোষণা করেন তিনি। তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন সুন্দর পিচাই।
এই বিপুল অর্থ প্রযুক্তির বিকাশ ও নয়া উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।দেশের এই কঠিন সময়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’র গড়ে তোলার স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার সুন্দর পিচাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার টুইট করেছেন সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক নিয়ে। তিনি বলেন যে, খুব ভালো কথা হল। কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে ভারতের চাষী, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের জীবন বদলে যেতে পারে, সেই নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুনঃ করোনার পর এবার বন্যা, চিনে মৃত কমপক্ষে ১৪১
গুগলের তরফে জানানো হয়েছে, ভারতের ডিজিটাল রূপান্তকরণের ক্ষেত্রে মোট চারটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। এর মধ্যে প্রথমটি হল, কম খরচে প্রত্যেক ভারতবাসীর হাতে তথ্যভাণ্ডার তুলে দেওয়া, যাতে হিন্দি, বাংলা, তামিল, পঞ্জাবি-মাতৃভাষাতেই সমস্ত তথ্য হাতে পান তাঁরা। দ্বিতীয়টি হল, দেশবাসীর চাহিদার কথা মাথায় রেখে তাঁদের কাছে প্রয়োজনীয় পণ্য এবং পরিষেবা পৌঁছে দেওয়া। তৃতীয়টি হল, ছোট-বড় ব্যবসাগুলিকে এগিয়ে যেতে সাহায্য করা।
আরও পড়ুনঃ প্রকাশিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল
আর চতুর্থটি হল, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এবং উন্নত প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তোলা।প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একযোগে কাজ করে ভারতকে এই ক্ষেত্রে অগ্রণী স্থানে নিয়ে যেতে চায় বলে জানায় গুগল। ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন যে, তাঁরা ডিজিটাল ইনক্লুসান অর্থাৎ যত সম্ভব বেশি মানুষ যাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে পারে তার ওপর জোর দিচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584