নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা ভাইরাসের সংক্রমন রুখতে প্রশংসনীয় উদ্যোগ নিল মাদারিহাট-বীরপাড়া ব্লকের গোপালপুর চা বাগান। করোনা ভাইরাস যাতে সংক্রমিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের স্থানীয় গোপালপুর চা বাগান জুনিয়র বেসিক স্কুলে ১৪ দিন পর্যবেক্ষনের জন্য আলাদা করা হয়।
তবে তাদের যেন কোন অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে দিকে লক্ষ্য রেখে চলেছে বাগান কর্তৃপক্ষ। ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের খাবার সহ যাবতীয় ব্যবস্থা করে বাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করল ফালাকাটা ব্যবসায়ী সমিতি
যদিও এ বিষয়ে তৃণমুল কংগ্রেসের মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম সাহা বলেন,”যে সব ব্যক্তি ভিন রাজ্য থেকে এসেছেন, তাদের মধ্যে ২২ জন পুরুষ এবং ৭ জন মহিলাকে বাগান কর্তৃপক্ষের উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় আমরা পৃথক ভাবে পর্যবেক্ষনে রেখেছি। বাগানের চিকিৎসক সব সময় নজর রাখছেন। পাশাপাশি স্থানীয় যুবকরাও তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584