করোনায় বাতিল চড়ক, মোকাবিলায় ত্রাণ তহবিলে আর্থিক দান মন্দির কমিটির

0
45

সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ

করোনা সংক্রমণের জন্য চলতি বছর দূর্গাপুরের গোপীনাথপুরের চড়ক উৎসব বাতিল করে দেওয়া হল। তবে চড়ক উৎসব কমিটি এই সিদ্ধান্ত নেওয়ার পরে তা জানিয়ে দেওয়া হয় আপামোর ভক্তবৃন্দকে।

gajan utsav | newsfront.co
গত বছরের ছবি। নিজস্ব চিত্র

পাশাপাশি কমিটির তরফ থেকে উৎসব বাতিল করে, করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দান করা হয়। যদিও এ বিষয়ে কমিটির তরফ থেকে জানানো হয়, উৎসব উপলক্ষে কয়েক হাজার মানুষের এখানে সমাগম হয়। এবারে পরিস্থিতি একেবারেই অন্য রকম। তাই উৎসব বন্ধ রাখা হয়েছে। মন্দিরে শুধুমাত্র পূজোর আয়োজন করা হবে বলে জানিয়েছে কমিটি।

আরও পড়ুনঃ লকডাউনকে অগ্রাহ্য করে ঘোরাঘুরি রুখতে কড়া পদক্ষেপ পুলিশের

এর পাশাপাশি কমিটির পক্ষ থেকে জানানো হয় যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ছড়াও এলাকার মোট পঞ্চাশ জন দুঃস্থকে প্রতিদিন চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের এই কর্মসূচী আগামী পাঁচ দিন ধরে চলবে বলেও জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here