কালিয়াগঞ্জে দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতার চাম্পিয়ন গোরক্ষপুর একাদশ

0
19

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তিলগাঁও ঐক্যসংঘের পরিচালনায় এক দিনের দিবারাত্রি ভলিবল প্ৰতিযোগীতায় ধানবাদ রেলওয়েকে ২৫-২১ ২৫-২৩ পয়েন্টসে হারিয়ে গোরক্ষপুর একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

রবিবার তিলগাঁও ঐক্য সংঘের মাঠে স্বর্গীয় মসিরুদ্দিন আহম্মেদ চ্যাম্পিয়ন ট্রফি এবং ফয়জুল আহমেদ রানার্স ট্রফির ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।

gorakhpur ekadesh win volleyball competition in kaliganj | newsfront.co
নিজস্ব চিত্র

ক্লাব সম্পাদক তারেক আহমেদ বলেন তাদের ক্লাবের পরিচালনায় এক দিনের দিবারাত্রি ভলিবল প্ৰতিযোগীতায় মোট ৫ টি ভলি দল অংশগ্রহণ করে।যাদের মধ্যে ছিল পাটনা, বেগুসরাই, ধানবাদ রেলওয়ে, গোরক্ষপুর ও উত্তর দিনাজপুর জেলা।

আরও পড়ুনঃ বুড়োরাজের পুজোয় মাতল বর্ধমান

ক্লাব সম্পাদক তারেক আহম্মেদ বলেন চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে পনেরো হাজার এবং রানার্স দলকে দশ হাজার টাকা দেওয়া হয়।

চ্যাম্পিয়ন গোরক্ষপুর দলের এস ত্রিপাঠিকে বেস্ট অফ দি প্লেয়ার ঘোষণা করা হয় এবং তাকে প্রাইজ মানি দুই হাজার টাকা দেওয়া হয়। একদিনের দিবারাত্রি ভলিবল খেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে গভীর রাত পর্যন্ত টান টান উত্তেজনা ছিল যা চোখে পড়ার মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here