কথা রাখেনি মোদী-শাহ! তাই মমতা-ই আশ্রয়, সাংবাদিক সম্মেলনে জানালো গুরুং

0
88

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিজেপি গোর্খাল্যান্ড নিয়ে প্রতিশ্রুতি পূরণ করেনি। কিন্তু কিছুটা হলেও প্রতিশ্রুতি রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিন বছর ফেরার থেকেও নিজেকে পুলিশের হাতে আত্মসমর্পণ করে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। বুধবার বিকেলে কলকাতায় এসে একুশের ভোটে তৃণমূলের সঙ্গে এভাবেই জোটের ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার পলাতক নেতা গুরুং।

bimal gurung | newsfront.co
বেসরকারি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে গুরুং।

কলকাতার একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রথমে এদিন বিকেলে ঝাড়খন্ডের নম্বর প্লেটের গাড়িতে কলকাতা এসে সল্টলেকের গোর্খা ভবনে আসা নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু গোর্খা ভবনের দরজা না খোলায় গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চলে যান। এর কিছু পরেই ঘোষণা হয়, তিনি সাংবাদিক সম্মেলন করতে চান।

আরও পড়ুনঃ পঞ্চমীতে কলকাতায় আচমকা আবির্ভাব বিমল গুরুংয়ের! জল্পনা

ঘোষিত সেই সাংবাদিক সম্মেলনে গোর্খাল্যান্ড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের বিরুদ্ধে। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একুশের বিধানসভা নির্বাচনে মমতার পাশে থেকেই লড়তে চান, একথাও স্পষ্ট করে দেন তিনি। তার জন্য রাজ্যের আইনশৃঙ্খলাকে মর্যাদা দিয়ে তিনি জেলে যেতেও প্রস্তুত। কিন্তু ২০২১ সালে আমাদের ইস্যুর পাশে যে দল থাকবে, আমরা তাদেরই সমর্থন করব।’

এই সময়েই তিনি বলেন, ৬ বছর কেটে গেলেও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি পূরণ করেছিলেন। আজ তাই আমি বলছি, এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই।

আরও পড়ুনঃ বেআইনি বালি উত্তোলনের প্রতিবাদে ট্রাক্টর আটকে বিক্ষোভ খড়গপুরে

আর একুশের ভোটে আমরা তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ব। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই। তাই আমি ওনাকে আবেদন করব, পাহাড়-ডুয়ার্সের উন্নয়নের জন্য আমরা মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী। ওনার ওপর ভরসা আছে। এবার একুশের ভোটে বিজেপিকে কড়া জবাব দেব।’

কিন্তু তিনি অত অভিযোগ থাকা সত্ত্বেও ফেরার ছিলেন কেন? এ প্রশ্নের উত্তরে বিমল গুরুং বলেন, “আমি কোনও অপরাধী নই। তিন বছর ধরে দিল্লিতেই ছিলাম। এই তিন বছরে আমার জীবন দর্শন পাল্টে গিয়েছে। সেই কারণে আমি আজকে সরাসরি কথাগুলো বললাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here