নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত সুফিয়াবাগে গতকাল রাতে বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করেছে বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় তৃণমূল কর্মী বলেন, ‘এখানে মাঝে মাঝেই বিজেপির কর্মী-সমর্থকেরা মিছিল করে।
গতকাল বিজেপির লোকেরা একটি মিছিল করেছিল আমরা ভেবেছি প্রতিদিনের মতোই মিছিল করছে বলে।কিন্তু রাতে আমরা খবর পেলাম আমাদের দলীয় কার্যালয় দখল করেছে। কার্যালয়ের ভেতরে মমতা ব্যানার্জির ফেস্টুন দলের পতাকা ও শুভেন্দু অধিকারীর কাটাউট ছিল সবকিছু নিয়ে চলে গেছে।
আরও পড়ুন: সাতগাছিয়ায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল করল বিজেপি
এছাড়া দলীয় কার্যালয়ের বাইরে তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে লেখাটার ওপর চুন দিয়ে মুছে ফেলেছে।আমরা পুলিশে খবর দিলে পুলিশ এসে কার্যালয়টি পুনরুদ্ধার করে আমাদের দেন।’ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584