সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
গোসাবা ব্লকে দুঃস্থ গর্ভবতী মহিলাদের জন্য প্রশাসনের সহায়তায় এলাহি আহারের আয়োজন করল হাসপাতাল কর্তৃপক্ষ। আগে গর্ভবতী মহিলাকে শিশুর বৃদ্ধিতে সহয়তাকারী ফল এবং অন্যান্য সামগ্রী দেওয়া হত, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। বর্তমানে তা বাংলায় সাধ এবং হিন্দিতে গোধভরাই হিসেবে সুপ্রসিদ্ধ।
তবে রীতি থাকলেও গোসাবা ব্লকের দুঃস্থ গর্ভবতী মহিলাদের পরিবারের পক্ষে সেই সাধের অনুষ্ঠান করার মতো সাধ্য নেই। এমনিতেই করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকেই। তারপর আমপানে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে রীতি থাকলেও সাধের অনুষ্ঠান করার মত সামর্থ্য তাদের নেই।
তবে গোসাবা ব্লক হাসপাতালের পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল বর্গীর উদ্যোগে গোসাবা ব্লকের বিডিও সৌরভ মিত্র এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত মন্ডলের সহযোগিতায় আজ তিরিশ জনের বেশি দুঃস্থ গর্ভবতী মহিলাদের জন্য এলাহি আহারের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুনঃ রাজ্যে প্রথম, গ্রামীণ হাসপাতালে বসানো হল ট্রুন্যাট মেশিন
সেই এলাহি আয়োজনের তালিকায় ছিল ভাত, শাক, ভাজা আলু, কুমড়ো সহযোগে বিভিন্ন সবজির একটি পদ, মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের ঝোল, চাটনি, মিষ্টি দই। শেষে বিভিন্ন ধরনের ফল। শুধুমাত্র আজকের দিনের জন্যই এলাহি আয়োজনের ব্যবস্থা নয়, তারা এই সময়ে আরো বেশ কিছুদিন এমনই পুষ্টিকর খাবার বাড়িতে খেতে পারবেন। তার জন্য তাদেরকে বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ এবং নিমপিথ রামকৃষ্ণ মিশনের তরফে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ খুলল না তারকেশ্বর মন্দির
পাশাপাশি এই সময় গর্ভবতী মহিলারা কেমন ধরনের সুষম আহার করবেন সেই ব্যাপারে একটি সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়। সব শেষে তাদেরকে ডক্টর ইন্দ্রনীল বর্গী এন্টিনেটাল চেকআপ করেন। এবং ডক্টর প্রলয় বেরা ডেন্টাল হাইজিন সম্পর্কে সচেতন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584