ছাত্রছাত্রীদের ফি মকুব করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

শেষমেষ ছাত্রছাত্রীদের ফি মকুব করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রায় আড়াই কোটি টাকার বেশি ফি মকুব করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে প্রায় ৩৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন।

university | newsfront.co
ফাইল চিত্র

আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাাজুয়েটের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষার বদলে ৮০-২০ ফর্মুলায় ফলাফল ঘোষণার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

ফি মকুবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টিএমসিপির জেলা সভাপতি বলেন, ‘এর ফলে হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন। আমরা এই দাবি আগেই জানিয়েছিলাম। উপাচার্য চঞ্চল চৌধুরী জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে আন্ডার গ্র্যাপজুয়েট এবং পোস্ট গ্র‍্যাজুয়েট পাঠক্রমের চূড়ান্ত বর্ষের ৩৫ হাজার পরীক্ষার্থী উপকৃত হবেন।

আরও পড়ুনঃ সেটের ফল প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন

এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সব কলেজে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার বিকল্প পদ্ধতি হিসেবে আশি ও কুড়ি শতাংশর ফর্মুলায় মূল্যায়ন হবে। সেই বিষয়েও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমস্ত কলেজে তা জানিয়ে দেওয়া হয়েছে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরি জানিয়েছেন, ‘রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ে কোথাও কোথাও কিছু ফি কমানো হয়েছে। কিন্তু একেবারেই কোথাও মকুব করা হয়নি। কিন্তু করোনা পরিস্থিতিতে গৌড়বঙ্গের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ফি মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here