নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পরিযায়ী শ্রমিক বা অন্য সন্দেহজনক ব্যক্তিদের লালারসের নমুনা পরীক্ষার গতি আনতে, মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে একটি ‘রিয়েল টাইম পিসিআর’ দিল। করোনা ভাইরাস চিহ্নিত করতে এই যন্ত্র গতি আনবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:মুর্শিদাবাদে নতুন আক্রান্ত আরও ১৪
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই যন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ্যা বিভাগে রাখা ছিল। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের কথায়, ‘পৃথিবী জুড়ে করোনাভাইরাস চিহ্নিত করতে লালারসের নমুনা এই যন্ত্রের সাহায্যে করা হচ্ছে। আমাদের কাছে এই যন্ত্রটি অব্যবহৃত হয়ে পড়েছিল। আশা করছি, মালদহ মেডিকেলের লালারসের পরীক্ষা তাড়াতাড়ি করতে এই যন্ত্রটি সাহায্য করবে’। এতদিন মালদহ মেডিকেলে একটি মাত্র রিয়েল টাইম পিসিআর যন্ত্র দিয়ে লালারসের পরীক্ষা করা হতো। স্বভাবতই এতে পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হতো। আরও একটি পরীক্ষার মেশিন পাওয়ায় রিপোর্ট অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584