মৈনাকের ‘একান্নবর্তী’তে সৌরসেনীর বিপরীতে থাকছেন গৌরব রায়চৌধুরী

0
479

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Gourab Roy Choudhury | newsfront.co
গৌরব রায়চৌধুরী

সদ্য হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গৌরব রায়চৌধুরী। ফিরেই ছুটেছেন ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের সেটে। নতুন উদ্যমে শুরু করেছেন কাজ৷

Ekannaborty | newsfront.co
এক ফ্রেমে গৌরব রায়চৌধুরী, সৌরসেনী মৈত্র, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু, মৈনাক ভৌমিক সহ অন্যান্য

আর তারপর আজই জানা গেল মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ‘একান্নবর্তী’তে সৌরসেনী মৈত্রর বিপরীতে দেখা যাবে তাঁকে। এস ভি এফ-এর অফিসে আজ হয়ে গেল ছবির শুভ মহরত। সেখানে অন্যান্য কলাকুশলী সহ হাজির ছিলেন গৌরবও।

ekannaborty | newsfront.co
‘একান্নবর্তী’ পোস্টার

গৌরবকে নিউজ ফ্রন্টের তরফে ফোন করা হলে তিনি জানান- “আমি সৌরসেনীর বিপরীতে থাকছি একদম অন্যরকমের একটা চরিত্রে৷ দর্শক অন্য গৌরবকে দেখবেন এখানে। আমার চরিত্র নিয়ে বিশেষ কিছু বলা বারণ আছে। চমক সেটা। খুব সুন্দর একটা গল্প। এ ছাড়াও আরও অনেকগুলো সুখবর আছে। সেগুলোও জানাব কদিন পর। আগে এটার জন্য ফ্লোরে যাই, তারপর।”

আরও পড়ুনঃ সৃজিত-শিলাজিতের মান-অভিমান কি মিটতে চলেছে?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here