নতুন বছরে নবদ্বীপে নব সাজে সজ্জিত গৌরাঙ্গ মহাপ্রভু

0
159

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

নতুন বছরের প্রথম দিনে নবসাজে সজ্জিত হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। অঙ্গরাগের পর নতুন বছরের প্রথম দিনে নবসাজে সজ্জিত হয়ে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু সিংহাসনে অধিষ্ঠিত হলেন ।শুক্রবার বছরের প্রথম দিনে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে কোনো ভেট লাগবে না।

gauranga dev | newsfront.co
নব সজ্জা ৷ নিজস্ব চিত্র

অবাধে ভক্ত বা পর্যটকরা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার সুযোগ পাবেন। রাজাকে যেমন দর্শন করতে গেলে সাম্মানিক হিসাবে ভেট দিতে হয়, তেমনই বংশ পরম্পরায় প্রায় ২০০ বছর ধরে নবদ্বীপের ধামেশ্বরকে দর্শন করতে ভেট অর্থাৎ প্রণামী প্রথা চালু আছে। নতুন বছরের এই দিনটিতে ভক্ত বা পর্যটকদের জন্য তা সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ পাঁশকুড়ায় ফুলের গ্রামে পর্যটকদের ভিড়,ক্ষতিগ্রস্ত পরিবেশ

নতুন বছরের প্রথম সকালে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়াদেবীর পরিবারের সদস্যরা মহাপ্রভুর অভিষেক করেন। পরম্পরা অনুসরণ করে ১০৮ কলস গঙ্গার জল দিয়ে শালগ্রাম শিলাকে স্নান করানো হয়।

আরও পড়ুনঃ করোনা থোড়াই কেয়ার, বর্ষবরণের রাতে জনারণ্য দিঘায়

পরে পঞ্চামৃত, পঞ্চগব্য দ্বারা পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষিক্ত করা হবে বলে জানান গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবাইত সুদিনকুমার গোস্বামী। তিনি বলেন, অন্ন, শাক, শুক্ত, মোচা সহ প্রায় ৫৬ রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করা হয়। অগণিত সাধুসন্ত, বৈষ্ণব ভক্তদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হবে।

করোনা পরিস্থিতির আতঙ্কে এখনও আতঙ্কিত বিশ্ববাসী। তাই নতুন বছরে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন সকলকে ভালো রাখেন। সারা বিশ্ব যেন খুব শীঘ্রই করোনামুক্ত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here