মোহনা বিশ্বাস, কলকাতাঃ
গৌতম চট্টোপাধ্যায়। বাংলা ব্যান্ডের কাছে এই নামটুকুই যথেষ্ট। প্রথম বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’-র প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায় চিরকাল সবার প্রিয় মণিদা হয়েই বেঁচে থাকবেন সকলের মনে।
এবার সেই মণিদাকেই শ্রদ্ধা জানাতে ‘মহীনের ঘোড়াগুলি’ ও গৌতম চট্টোপাধ্যায়-এর ট্রিবিউট নিয়ে আসছে ‘মহীন এখন ও বন্ধুরা’।
‘মহীন এখন ও বন্ধুরা’-র প্রতিষ্ঠাতা তাপস(বাপী) দাস ও ওই ব্যান্ডের সকল সদস্যদের উদ্যোগে এই ট্রিবিউট তৈরি করা হয়েছে। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেই ‘মহীন এখন ও বন্ধুরা’-র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মহীনের ঘোড়াগুলি’ ও গৌতম চট্টোপাধ্যায়-এর ট্রিবিউট।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ট্রিবিউটের টিজার। যা অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রিবিউট গানের ভিডিওতে দেখা যাচ্ছে ‘মহীন এখন ও বন্ধুরা’-র প্রতিষ্ঠাতা তাপস(বাপী) দাস সহ ওই ব্যান্ডের সকল সদস্যকেই।
আরও পড়ুনঃ সাহিত্যকে ভিত্তি করে বড়পর্দায় আসছে ‘শ্লীলতাহানির পরে’
এছাড়াও ২০২০-র আন্তর্জাতিক বইমেলায় মুক্তি পেতে চলেছে একটি নতুন দুটি গানের অ্যালবাম ‘বাপী এখন’। ‘মহীন এখন ও বন্ধুরা’-র প্রযোজিত এই অ্যালবামের গান দুটি লিখেছেন এবং সুর করেছেন বাপী নিজেই। সবমিলিয়ে নতুন বছরে নতুন চমক নিয়ে আসতে চলেছে ‘মহীন এখন ও বন্ধুরা’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584