নান্টু পালের শুভ বুদ্ধির উদয় হোক বললেন গৌতম দেব

0
96

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

গতকাল নান্টু পাল বলেছেন যে, নির্দলের হয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়াবে, নান্টু পাল তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির দাপুটে নেতা।

goutam deb | newsfront.co
গৌতম দেব ৷ নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে সোমবার ফুলবাড়িতে প্রচারে বেড়িয়ে বললেন তণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব বললেন, নান্টু পালের শুভ বুদ্ধির উদয় হোক । তিনি বলেন যে , “এই নিয়ে পাঁচ বার হবে, ওকে আমি অনেক বুঝিয়েছি বয়স হয়েছে এখন বহুদিনের কাউন্সিলার।

আরও পড়ুনঃ কুৎসা নয় উন্নয়নকে হাতিয়ার করেই ভোটে জিততে চান দাঁতনের তৃণমূল প্রার্থী

নান্টুকে যে দলনেত্রী আর ফিরহাদ হাকিম যথেষ্ট স্নেহ করেন। আর প্রার্থী চয়ন করেছেন দলনেত্রী সয়ং। সুতরাং দলের নির্দেশ মানতে হবে পছন্দ হোক বা না হোক। সে নির্দলে দাঁড়াবে বলেছে। আমি আশা করবো চারবার দল পাল্টেছে। আর পাঁচ বারের জন্য দল নাই বা পাল্টালো।

এতে মানুষের কাছে তার ভাবমূর্তি, ইমেজ সবটাই ধুলায় চলে গেল। নান্টুর সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওর শুভবুদ্ধির উদয় হোক সিদ্ধান্ত থেকে সরে এসে তৃণমূলের হয়ে যেভাবে কাজ করছিল সেভাবে আবার কাজ করুক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here