নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার ৯ জন উচ্চ মাধ্যমিকের দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীকে পুস্তক তুলে দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক,ডাবগ্রাম ফুলবাড়ির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম গোস্বামী সহ অন্যান্যরা।
সব শেষে পর্যটনমন্ত্রী গৌতম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে ,”এদিন ৭ জনের হাতে পুস্তক তুলে দেওয়া হল। এবং যারা আসেনি তাদের বাড়িতে বইগুলো পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মায়াপুর – ইসকনের পরিচালনায় শ্রীমদ্ভগবদগীতার সেট বিনামূল্যে বিতরণ
আমাকে এই এলাকার শিক্ষক সেলের নেতা অনুরোধ করেছিলেন। আমরা এই কাজগুলো করেই থাকি। তবে যারা মেধাবী কিন্তু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে তাদের সাপোর্ট করা তাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584