বিধান মার্কেটের অবৈধ নির্মাণ নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক পর্যটনমন্ত্রীর

0
37

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শনিবার শিলিগুড়ির বিধান মার্কেটের অবৈধ নির্মাণ নিয়ে মৈনাক টুরিস্ট লজে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

goutam deb | newsfront.co
সাংবাদিক বৈঠকে পর্যটন মন্ত্রী গৌতম দেব। নিজস্ব চিত্র

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবলম, এসজেডি চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, ভাইস চেয়ারম্যান নান্টু পাল এবং এসজেডিএ এর সদস্য রঞ্জন সরকার। এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন যে “এদিন বিধান মার্কেটের অবৈধ নির্মাণ নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসজেডিএ -এর লিখিত অনুমোদন ছাড়া বিধান মার্কেটে যত্রতত্র বেআইনি নির্মাণ করা যাবে না।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে তৃণমূলের ২১শের লক্ষ্য ২২

শিলিগুড়ি শহরের মানুষ,ব্যবসায়ী সবার স্বার্থে একটা সুস্পষ্ট নীতির উপরে এবং নিয়ম শৃঙ্খলা মেনে বিধান মার্কেট পরিচালিত হওয়া উচিত। বহু মানুষের জীবন জীবিকা এবং এটা উত্তরবঙ্গের বৃহৎ খুচরো ব্যবসায়ের কেন্দ্র।

কিছুদিন আগেও বিধান মার্কেটের হৃদপিণ্ডের উপরে বেআইনি ভাবে যে নির্মাণ করার সাহস দেখিয়েছিল। সেইটা আমরা ভেঙে দিয়েছিলাম।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে, “এই লকডাউনের সুযোগ নিয়ে বেআইনি দোকান মেরামতির নাম করে বারো থেকে চোদ্দটা দোকান করা হয়েছে। সেটা এসজেডিএ -এর কাছে তথ্য প্রমাণ আছে।

আরও পড়ুনঃ সেরা শিক্ষকের পুরস্কারে মনোনীত টোটো মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের মিসা ঘোষাল

এবং কোন ভাবেই বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। তাদের দ্রুত নোটিশ দেওয়া হবে। এরা সরিয়ে দিলে ভাল। আর সরিয়ে না দিলে এই মাসের মধ্যেই যে কোন দিন আমরা সেখানে গিয়ে আইনি পদক্ষেপ নিয়ে বেআইনি নির্মাণ সরিয়ে দেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here