নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
গজলডোবায় ‘ভোরের আলোতে’ স্টিলের ব্রিজ তৈরি করার জন্য উচ্ছেদ হওয়া ১৪ টি পরিবারকে বসত জমির পাট্টা দিল রাজ্য সরকার। এদিন গজলডোবায় আনুষ্ঠানিকভাবে পরিবারগুলির হাতে পাট্টা তুলে দেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়,বিএনসি শেরপা, বিএলএলআরও রূপক চন্দ্র ভাওয়াল সহ অন্যান্যরা। এই বিষয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, “আজকে ১৪টি পরিবার সরকারি জমিতে বসেছিল। তাদের কোন জমির অধিকার ছিল না।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প ‘ভোরের আলোতে’ স্টিলের সেতু ও রাস্তা তৈরি করতে যাওয়ার সময় তাদের ঘরবাড়ি সরিয়ে দিয়ে আমাদের কাজটা করতে হচ্ছে । তাই আমাদের সরকার সব সময় মানব দরদী। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সব সময় মানুষের পাশে দাঁড়াতে চান। এবং তাদের সাথে আমাদের কথা হয়েছিল যে আমরা তাদের জমির অধিকার দেব।
আরও পড়ুনঃ ফালাকাটা বিধানসভা উপনির্বাচন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ
এবং তাদের বাড়ি বানানোর জন্য অর্থ ও স্থানান্তর করার জন্যও চার্জ দেব। সেই লক্ষ্যে আমরা ১৪টি পরিবারকে ইন্সটলমেন্টে টাকা দিয়েছি। এবং আজকে জমির অধিকার পাট্টা দেওয়া হল। এবার বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর জন্য অর্থ ও দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584