নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম শহরে নতুন নিয়ম লাগু করলো প্রশাসন। নির্দিষ্ট করে দেওয়া হল ঝাড়গ্রাম জেলা শহরে দোকান খোলার সময়।
বুধবার জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে সিধু-কানু হলে ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক সুবর্ণ রায়, ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় শহরের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেন।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলায় যুগ্মভাবে সম্ভাব্য প্রথম সৌরিশ, রাজকুমার
বৈঠকে জুবলি মার্কেট, মেন রোডের ব্যবসায়ী ও সবজি মার্কেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে অত্যাবশ্যকীয় জিনিসপত্র বাদ দিয়ে সমস্ত ব্যবসায়ীরাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলার প্রস্তাব দেন। আর তাতেই একবাক্যে সম্মতি জ্ঞাপন করে প্রশাসনের কর্তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584