নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অবহেলায় নষ্ট হচ্ছে রাজ্য সরকারের সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স। আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ী ইউনাইটেড ক্লাব লাইব্রেরীর সামনে পড়ে আছে দীর্ঘদিন যাবত একটি অ্যাম্বুলেন্স। স্থানীয় সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়েরপার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছিল এই অ্যাম্বুলেন্সটি এলাকার জনগণের সেবার কাজে লাগাতে। কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে না পারার দরুণ অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সটি।
আরও পড়ুনঃ রেল বোর্ডের পদ অবলুপ্তিতে ক্ষুব্ধ কর্মীরা
প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছিল এটি। রাজ্য সভার সাংসদ মোহাম্মদ নজিমুল হক নিজস্ব সাংসদ তহবিল থেকে এটি প্রদান করেছিলেন। যদিও বিষয়টি নিয়ে কোনও কিছু বলতে নারাজ চাপড়েরপার ২ নম্বর অঞ্চলের কর্মকর্তারা ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584