মনিরুল হক, কোচবিহারঃ
গত দুদিন থেকেই একটানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। লাগাতার এই বৃষ্টিতে উত্তরবঙ্গের অন্যান্য নদীর পাশাপাশি জল বেড়ে চলেছে মানসাই নদীতেও। নদী সংলগ্ন অনেক এলাকাতেই নেই বাঁধ। কার্যত বন্যার আতঙ্কে রয়েছে মাথাভাঙার মানসাই নদী সংলগ্ন এলাকার মানুষজনেরা।
দুদিনের ক্রমাগত বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়েছে অনেকটাই। সেচদফতর সূত্রে জানা গিয়েছে, সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিতে জল বেড়ে গিয়েছে নদীতে।
আরও পড়ুনঃ নদীর জলস্তর বাড়ছে, ঘরবন্দি বহু মানুষ
মানসাই নদীতেও হলুদ সংকেত জারি করা হয়েছে। মানসাই নদীর বহু জায়গায় বাঁধ নেই, কোথাও বাঁধের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন স্থানীয় মানুষজন। আর তাতেই নদী সংলগ্ন বাঁধহীন এলাকার মানুষজন বন্যার ভয়ে রয়েছেন। সরকারের বন্যা মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, সকলে সতর্ক রয়েছে।
অন্যান্য নদীর জলস্তর কিছুটা বাড়লেও তা এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি করেনি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584