১৫ জুন থেকে পর্যটনে অনুমতি সুন্দরবনে

0
45

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

১৫ জুন থেকে সুন্দরবন পর্যটনের অনুমতি দিয়ে বিবৃতি জারি করল সরকার। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে সুন্দরবনে বেড়াতে যাওয়া এবার শুরু করা যেতে পারে। তবে সেই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে নিয়ম ও গাইডলাইনের একটা সুদীর্ঘ তালিকাও। স্বাস্থ্যবিধির সঙ্গে কোনও রকম ভাবেই আপস করা যাবে না বলেই ওই গাইড লাইনে জানানো হয়েছে।

sundarban | newsfront.co
ফাইল চিত্র

এমনিতেই সুন্দরবনের একটা বড় অংশের মানুষের জীবিকা প্রবল ভাবে ধাক্কা খেয়েছিল করোনা সংক্রমণ ও তার জেরে লকডাউন থাকায় ফলে। সেইসঙ্গে এসে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমপান।

আরও পড়ুনঃ কেশিয়াড়ীতে বিজেপি থেকে তৃণমূলে ৫০ জন কর্মী

তছনছ হয়ে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনে একটু সুরাহা আনতে রোজগারের উপায় বাড়াতে রাজ্য সরকার অনুমতি দিল সুন্দরবনে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে।

কিন্তু ওই নির্দেশিকায় স্পষ্ট বলা আছে, পর্যটন চালু হওয়ার প্রথম ও প্রধান শর্তই হল সমস্ত নিয়ম মেনে চলা। মাস্ক পরা, হাত ধোয়া তো বটেই, সেই সঙ্গে লঞ্চগুলিও প্রতিদিন স্যানিটাইজ করতে হবে পর্যটকদের জন্যে। আপাতত সুন্দরবনে যাওয়ার অনুমতি নেই ১০ বছরের নীচের শিশু ও ৬৫ বছরের বেশি বয়সিদের। সমস্ত ধাপে থার্মাল স্ক্রিনিং করিয়ে তবে বোটে ওঠা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here