পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূম জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানো নিয়ে একটি বৈঠক হল বীরভূম জেলা প্রশাসনের। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, জেলাশাসক মৌমিতা গোদারা বসু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
জেলা পরিষদের অভিজিৎ সিংহ বলেন, ‘বীরভূম জেলায় যেসব শ্রমিক ফিরছেন, সেইসব শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানোর ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে।
আরও পড়ুনঃ করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল আর্থিক সাহায্য পঞ্চায়েত সমিতির
এ জেলায় এখনো পর্যন্ত ৩১০০০ পরিযায়ী শ্রমিক ফিরেছেন। তাদের মধ্যে ১৫০৯১ জনকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রচেষ্টা প্রকল্পে আরও আট হাজার পরিযায়ী শ্রমিককে এই টাকা দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে।’
জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রশ্ন তোলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিককে যদি ১০০০ টাকা করে দিতে পারেন তাহলে প্রধানমন্ত্রী কেন দশ হাজার টাকা করে তাদেরকে দিতে পারবেন না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584