নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
একদা মাওবাদীদের মুক্তাঞ্চল গ্রাম নামে পরিচিত ছিল বেলপাহাড়ির দলদলি গ্রাম। চারিদিকে পাহাড়ে ঘেরা এই গ্রামের মধ্যে এখনও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই সরকারের বহুমুখী প্রকল্প থেকে যাতে এই দলদলি গ্রামের মানুষরা বঞ্চিত না হয় তার জন্য এদিন গ্রামের মধ্যেই “আপনার সাথে প্রশাসন” নামে এক কর্মসূচি নিয়ে গ্রামের মানুষের সমস্যার কথা শুনলেন জেলা প্রশাসন।
সমস্যার কথা শোনার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাসদেন জেলা শাসক খোদ নিজেই। এছাড়াও গ্রামবাসীদের হাতে মাছের চারা , মিনি কীট , আনন্দধারা প্রকল্পের মধ্যদিয়ে পাতা সেলাই এর মেশিন সহ একাধিক পরিষেবা তুলে দেওয়া হয় ।ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের দলদলি গ্রামে “আপনার সাথে প্রশাসন” নামে গ্রামবাসীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়া।
এদিন এই অনুষ্ঠান মঞ্চে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে বেলপাহাড়ি ব্লক প্রশাসনের মৎস্য , কৃষি , প্রাণী সম্পদ , ভূমি ও রাজস্ব , বিপর্যয় মোকাবেলা , অনগ্রসর শ্রেণী কল্যাণ সহ প্রায় সমস্ত দফতরে অধিকারীরা উপস্থিত ছিলেন। এদিন গ্রামবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।দলদলি গ্রামে মূলত আদিবাসী ও মাহাত সম্প্রদায়ের বাস । গ্রামে মোট ৩৫ টি পরিবার রয়েছে । বছরে একবার চাষ হয় এই এলাকায় । গ্রামের অনেকেই কুটকুট ও জঙ্গলের জ্বালানী কাঠ বিক্রি করে এবং বাবুই দড়ি ও শাল পাতার থালা তৈরি করে দিনযাপন করে।
আরও পড়ুনঃ পুরোনো দলে ফিরে বালুরঘাটে দলীয় সভায় বিজেপি’কে বিঁধলেন বিপ্লব মিত্র
গ্রামবাসীদের মধ্যে রুই , কাতলা , মৃগেল মাছের চারা , মিনিকীট , পাতা সেলাই মেশিন তুলেদেন জেলা শাসক । এছাড়াও গ্রামের মহিলাদের শাড়ি , কম্বল পুরুষের ধুতি , লুঙ্গি এবং মেয়েদের কুর্তি তুলে দেওয়া হয় । এর পাশাপাশি গ্রামের একটি ক্লাব কে ফুটবল ও কেরামবোর্ড তুলেদেন জেলা শাসক ।গতবছর এই গ্রাম পরিদর্শন করেছিলেন জেলা শাসক । তখন শুনে ছিলেন গ্রামে পানীয় জলের সমস্যা , রাস্তার সমস্যা এবং উচ্চ শিক্ষার সমস্যা রয়েছে । সেদিন সমস্যা সমাধানের আশ্বাসদেন তিনি ।
আরও পড়ুনঃ অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে কংগ্রেস-বাম জোটে লড়তে চায় কংগ্রেস
এদিন অনুষ্ঠান শেষে জেলা শাসক পাহাড়ি পথে হেঁটে গিয়ে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য যে চেক ড্যামের কাজ চলছে তা খতিয়ে দেখেন । সেখান থেকে ফিরে দলদলি গ্রামের পাহাড়ে উপর রয়েছে মড়ল পাড়া তা পরিদর্শন করেন জেলা শাসক । ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানী এ বলেন , “সরকারের প্রকল্প গুলি গ্রামের মানুষের কাছে তুলে ধরা হয়েছে । তাদের যা সমস্যা রয়েছে তা সমাধান করা হচ্ছে । তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে , মাছের চারা ও মিনিকীট দেওয়া হচ্ছে। এখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে তা অাপার প্রাইমারি করা হবে।”
দলদলি গ্রামের গঙ্গাধর মাহাত , রঞ্জিত মাহাত , নিতাই মন্ডিরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন , “আমরা কখনো জানতে পেতাম না যে আমাদের জন্য সরকারের এত প্রকল্প করেছে । আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হল , মাছের চারা পেলাম । আমরা খুবই খুশি ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584