নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
জাতীয় সড়ক সম্প্রসারণে অবৈধ দখলদারি তুলে দিতে অভিযানে নামল ব্লক প্রশাসন। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে ত্রিমোহিনী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
দীর্ঘদিন বলার পরেও অবৈধভাবে পিডব্লুডির জায়গা দখল করে থাকা তিনটি দোকান এদিন ভেঙে দেয় প্রশাসন। হিলি পুলিশের উপস্থিতিতেই অভিযান চালানো হয় এদিন। যদিও এদিন প্রথমে ওই অভিযানে বাধা প্রদান করার চেষ্টা করেন অভিযুক্ত দোকানদাররা। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রশাসনের কাজ সহজ হয়ে যায়।
ব্লক প্রশাসন সূত্রের খবর, দীর্ঘ প্রায় এক বছর আগে ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। কাজের প্রায় ৪০% শেষ হলেও কিছু ব্যবসায়ী অবৈধভাবে পিডব্লুডির জায়গা দখল করে থাকায় অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে রাস্তা সম্প্রসারণের কাজ।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালাল দলীয় কর্মীরা
আর এমন ঘটনা থেকে বেরিয়ে আসতে এদিন এলাকায় মাইকিং করে ১০ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয় ব্যবসায়ীদের। যার পরেই জেসিবি দিয়ে অবৈধ দখলদারি দোকানগুলি ভেঙে ফেলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন প্রশাসনের পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এলাকার বাসিন্দা নুপু বসাক, আশিস ঘোষ, মেঘদূত বিশ্বাসরা জানিয়েছেন, কয়েকজন ব্যবসায়ীর কারণে রাস্তার কাজ অত্যন্ত ধীর গতিতে চলছিল। প্রশাসনের পাশে দাঁড়িয়ে তারাও বইয়ের দোকান গুলি তুলে দেওয়ার দাবি জানান।
আরও পড়ুনঃ রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
হিলি ব্লকের বিডিও সোমেন বিশ্বাস জানিয়েছেন, ডেপুটি পুলিশ সুপার ধিমান মিত্র, হিলি থানার ওসি প্রীতম সিং সহ জাতীয় সড়ক আধিকারিকদের উপস্থিতিতে এদিন অবৈধ দোকান গুলি তুলে দেওয়া হয়েছে। প্রথমে ব্যবসায়ীদের ১০ মিনিট সময় দেওয়া হলেও তিনটি দোকান মালিক সরকারের নির্দেশ না মানায় জেসিবি দিয়ে সেগুলো ভেঙে ফেলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584