পিয়ালী দাস, বীরভূমঃ
লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর বীরভূমের বীরপুত্র শহীদ রাজেশ ওরাং -এর নামে তার নিজের গ্রামে তৈরী হতে চলেছে রাস্তা।
এমনটাই জানালেন বীরভূম জেলা পরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ। আজ দুপুরে রাজেশের শ্রাদ্ধানুষ্ঠানে এসে রাস্তাটি তৈরী হবে বলে জানান বীরভূম জেলাপরিষদের পর্যবেক্ষক। সোমবার বীর শহীদের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং,বীরভূম জেলা পরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ।
রাজেশ ওরাং -এর মা মমতা ওরাং জানিয়েছেন, “ছেলের নামে জেলা প্রশাসন যে ভাবে সম্মান জানিয়ে রাস্তা তৈরী করে দিচ্ছে, বেলগড়িয়া গ্রামকে সাজিয়ে সুন্দর গ্রাম গড়ে তোলার আহবান জানিয়েছে, তাতে আমি অত্যন্ত গর্বিত।” বীরভূমের জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যে পরিবারের একজনকে চাকরি দেবার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ মহামারি পরিস্থিতিতে বিশেষ উদ্যোগ ‘ফোরাম ফর দুর্গোৎসব’-র
খুব শীঘ্রই শহীদ রাজেশ ওরাং -এর বোন সরকারি চাকরিতে যোগদান করবেন। পাশাপাশি গ্রামটিকে মডেল গ্রাম করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিন দুপুরে গ্রামে গিয়ে বীরভূম জেলা পরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ এক লক্ষ টাকা শহীদ রাজেশের বাবার হাতে তুলে দেন। পাশাপাশি খাদ্যদ্রব্যও দেওয়া হয়। সোমবার জেলার বিভিন্ন এলাকায় শহীদ রাজেশ ওরাং -এর স্মরণে কোথাও মৌন মিছিল, কোথাও মোমবাতি মিছিল, আয়োজিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584