বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বামপন্থী ট্রেড ইউনিয়ন সহ দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার বনধের মিশ্র প্রভাব পড়ল বিভিন্ন জেলার সাথে সাথে শহর শিলিগুড়িতেও। এদিন সকালে থেকে বাম নেতা কর্মীরা নেমে পড়েন রাস্তায়।যদিও সকালে তেমন প্রভাব না পরলেও।বেলা বাড়ার সাথে সাথে অন্য চিত্র দেখা যায় শিলিগুড়িতে। অন্যদিকে পাঁচটি দিনের মতো এদিনও শহর শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা সেবক রোড,হিলকার্ট রোড,বর্ধমান রোড ও নিউ জলপাইগুড়ি স্টেশন যান চলাচল স্বাভাবিক থাকলেও দেখা মেলেনি সাধারণ মানুষের।বিভিন্ন বাজার ঘাট বন্ধ।অন্যদিকে লেকটাউন এলাকায় বনধ সমর্থনকারী ও পুলিশ শুরু হয় ধস্তাধস্তি।এই ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কিছু বনধ সমর্থকদের। অপরদিকে বেসরকারি বাসের সংখ্যা কম থাকলেও দেখা মিছিল সরকারি বাসের।আর সরকারি বাসের চালকদের কথা ভেবে মাথায় হেলমেট পড়ে বাস চালাচ্ছেন এনবিএসটিসি এর চালকেরা।এই বিষয়ে চালকদের জিজ্ঞাসা করা হলে বলেন যে বহু জায়গায় দেখা যায় বনধ ঘিরে হিংসাত্মক ঘটনা ঘটে।বাস চালকদের উপর হামলা হয়।তাদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। যে কারণে চালকদের সুরক্ষার্থে হেলমেট দিল এনবিএসটিসি কর্তৃপক্ষ।এর পাশাপাশি তারা আরও জানান যে এদিন ও আগামীকাল চালকদের হেলমেট পড়ে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ধর্মঘটের প্রভাবমুক্ত গঙ্গাসাগর তীর্থযাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584