মনিরুল হক, কোচবিহারঃ
সরকারি বাস পরিষেবা চালু হল বাংলাদেশ সীমান্তবর্তী দেওয়ানগঞ্জে। শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ বাসস্ট্যান্ডে থেকে বালুরঘাট পর্যন্ত সরকারি বাস পরিষেবার সূচনা করেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।
এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন, দেওয়ানগঞ্জ, হেমকুমারি ও পারমেখলিগঞ্জ পঞ্চায়েত প্রধান ঝর্ণা রায় বসুনিয়া, প্রথমি রায় ও চুমকি রায়, এনবিএসটিসি-র কর্মী কল্যাণ সাহা, দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক রিতম রায় সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ নবদ্বীপ ধাম রেলস্টেশনে দোলের আগে চালু হচ্ছে চলমান সিঁড়ি
এদিন সরকারি বাস পরিষেবা চালু হওয়ার পর মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, ‘স্থানীয় লোকজনদের দীর্ঘদিনের দাবি মেনে দেওয়ানগঞ্জ-বালুরঘাট বাস পরিষেবা চালু করা হল। এতে সংলগ্ন তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন।’
এনবিএসটিসি-র কর্মী কল্যাণ সাহা জানান, প্রতিদিন সকালে বাস দেওয়ানগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বালুরঘাটের উদ্যেশ্যে রওনা দেবে। একইভাবে বালুরঘাট থেকে অন্য একটি বাস দেওয়ানগঞ্জের উদ্যেশ্যে রওনা দেবে। সরকারি বাস পরিষেবা পেয়ে খুশি এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584