নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
সবুজ জেলা ঝাড়গ্রামে আন্তঃজেলা সরকারি বাস চলাচল শুরু হল। বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম-বাঁকুড়া ও ঝাড়গ্রাম-পুরুলিয়া আরও দু’টি বাস চলাচল শুরু হয়েছে।

জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রাম ডিপো থেকে ঝাড়গ্রাম-কলকাতা ও ঝাড়গ্রাম-মেদিনীপুর দু’টি রুটে দু’টি বাস চলাচল শুরু হয়েছে।
ঝাড়গ্রাম-মেদিনীপুর বাসটি চারবার যাতায়াত করেছে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম ডিপোতে বড় ও ছোট মিলিয়ে মোট ২৫টি বাস রয়েছে। তবে আন্তঃজেলা বাস পরিষেবা শুরু হলেও জেলার মধ্যে বাস চলাচলের নির্দেশিকা এখনও আসেনি।
আরও পড়ুনঃ বাগডোগরা থেকে শুরু হল বিমান পরিষেবা
দু’মাস পরে বাস চলাচল শুরু হওয়ায় খুশি জেলাবাসী। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক আধিকারিক বুধবার জানান, চালক ও কনডাক্টর উপযুক্ত সুরক্ষা বিধি মেনে বাসে ডিউটি করছেন।
যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে এদিন বাস দু’টি চলেছে। তবে বেসরকারি বাস কবে থেকে চলবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584