নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার কিছুটা অংশ কনটেনমেন্ট জোন হিসাবে ঘিরে দেওয়া হল। গত ৯ জুলাই ইন্দ্রপ্রস্থ এলাকার একটি ওষুধের দোকানে মালিকের করোনা পজেটিভের হদিশ মেলে। তারপর রিপোর্ট পজিটিভ আসার পর উনাকে মাতৃসদনে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।
এবং পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ইন্দ্রপ্রস্থের যে এলাকাটি ঘেরা হল তা আংশিক ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড। ইন্দিরা গান্ধির মোড় থেকে লিপিকা গার্লস স্কুল পর্যন্ত রাস্তাটি পুরোপুরি কনটেনমেন্ট জোন হিসেবে বাঁশ দিয়ে ঘিরে দেয় পুলিশ প্রশাসন।
আগামী ১৪ দিন পর্যন্ত এই রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। এলাকাবাসী জানান তথ্য মেলার পর বহরমপুর থানার পুলিশ এসে পুরো এলাকাকে ঘিরে দেয় এবং যতদিন বন্ধ থাকবে এলাকার মানুষ হিসেবে প্রশাসনের দেওয়া নির্দেশ মোতাবেক পুরোটাই তারা মানবেন।
আরও পড়ুনঃ এক তরফা ভাড়া বৃদ্ধির ঘোষণা ইউনিয়নের! ট্যাক্সিতে উঠলেই ৫০টাকা
এছাড়াও বহরমপুর পুরসভার অন্তর্ভুক্ত ১৪,৬, ২৮, ৯,২,১৮,২১ নং ওয়ার্ডগুলিতেও যাদের করোনা পজিটিভ মিলেছে সে সমস্ত এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘিরে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584