হাসপাতাল ছেড়ে বেসরকারি ক্লিনিকে ডাক্তার, অসহায় রোগী

0
289

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

হাসপাতালের রুগী ছেড়ে, ডিউটি আওয়ার্সে প্রাইভেট চেম্বারে রুগী দেখার অভিযোগ মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। অসুস্থ মানুষের চিকিৎসার শেষ আশ্রয় হিসেবে বেছে নেওয়া হয় হাসপাতাল। রোগ থেকে মুক্তির জন্য বসে থাকে ডাক্তারের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা।

Domkol Hospital | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু এখানকার চিকিৎসকরা আজকাল তাদের আখের গোছানোর জন্য ব্যস্ত। টাকার পেছনে অবিরাম ধারায় ছুটে চলেছে তারা। তাই আজ আর রুগীরা পাচ্ছেনা ডাক্তারের ঠিক মতো সেবা। হাসপাতালের মধ্যে মেঝেতে ছটপট করছে রুগীরা।

ডাক্তারের অপেক্ষায় থেকে কাতরাতে কাতরাতে চলে যাচ্ছে কখনো কখনো অনেকের জীবন। কারণ হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার থাকলেও কর্মরত চিকিৎসক রুগী দেখছেননা হাসপাতালে। এমার্জেন্সিতে নেই চিকিৎসক। যারা আছে তারাও ঠিক মতো চিকিৎসা দিচ্ছেনা রুগীদের।

patient | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অমিত শাহের পদত্যাগের দাবীতে বাম-কং কর্মীদের মিছিল কোচবিহারে

কারণ প্রায় সব সরকারি ডাক্তারের রয়েছে প্রাইভেট ক্লিনিকে চেম্বার। তারা সেখানে সময় দেবে, না সরকারি হাসপাতালে সময় দেবে? এমনই প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। নাম মাত্রই সুপার স্পেশালিটি হাসপাতাল অভিযোগ রুগীর আত্মীয় ও পরিবারের।

শনিবার সন্ধ্যা ৬ টাই দুই গর্ভবতী হাসপাতালে এসেই ছটপট করছে, তবুও চিকিৎসকের দেখা মিললনা সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

কোন ডাক্তারকে ডেকে পেলেন না এমন অভিযোগ রোগীর আত্মীয় ও পরিবারের। তবে তিনারা আরো বলেন,আমরা শোরগোল ছড়ালে ডাক্তার এসেছেন ও চিকিৎসা করছে বলে জানান রাত ১০ টায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here