নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তোলা না দেওয়ায় বেদম প্রহার সরকারি কর্মচারী ও তার পরিবারকে। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন দুই জন ও কলকাতায় চিকিৎসাধীন একজন।
ঘটনাটি মেদিনীপুর শহরের তাঁতিগেরিয়া এলাকার। এলাকার বাসিন্দা রবি শংকর পান্ডে নামে এক ব্যক্তির নতুন বাড়ি তৈরীর জন্য পাড়ার বেশ কয়েকজন ৩ লাখ টাকা তোলা চায় বলে অভিযোগ, সেই তোলার টাকা না দেওয়া কে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। লাঠি বাঁশ তরোয়াল নিয়ে চড়াও হয়, বেধড়ক মারধর করা হয় রবি শংকর পান্ডে, তার বাবা ললিত পান্ডে সহ পরিবারের অন্যান্য সদস্যদের। অভিযোগ মেরে হাত-পা ভেঙে দেওয়া হয় ললিত পান্ডের, লাঠির ঘায়ে হাত ভেঙেছে রবিশংকর পান্ডেরও। এলাকার বাসিন্দা পবিত্র পাণ্ডে, সুব্রত পাণ্ডে সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়।
জানা গিয়েছে এদের মধ্যে পবিত্র পান্ডে মেদিনীপুর জিআরপিতে কর্মরত। অন্য দিকে রবি শংকর পান্ডে নিজেও কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত। তোলা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পবিত্র পান্ডের পাল্টা দাবি, এলাকাবাসীদের সাথে নিজেই ঝামেলায় জড়িয়ে পড়েন রবিশংকর পান্ডে, অশ্লীল ভাষায় গালাগালি করেন পাড়ার মহিলাদের। মারধরে তারা কেউ যুক্ত নয় বলে দাবি পবিত্র পান্ডের।
শহরের বুকে এ ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584