নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গড়বেতা ৩নং ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় রাস্তা জুড়ে আলো লাগানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডিপিআর তৈরি করা হয়ে গিয়েছে বলে জানা যায়।
প্রশাসন সূত্রে জানা যায়, চন্দ্রকোনা রোড এলাকায় সন্ধ্যে নামার পর অন্ধকারে ডুবে থাকে গোটা শহর, এতদিন রাস্তায় আলো লাগানোর বিষয়ে কারো কোনো হেলদোল ছিল না অন্ধকারে পথচারীদের চলাচল করতে নানান সমস্যা হতো তাই গোটা এলাকায় আলো লাগানোর সিদ্ধান্ত নিল ব্লক প্রশাসন।

জানা গেছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকায় প্রকল্পের কাজ করা হবে ইতিমধ্যে অনুমোদনের জন্য এই দপ্তরকে আবেদন জানানো হয়েছে। আরো জানা যায় চন্দ্রকোনা রোড এলাকার চৌরাস্তা মোড়ে লাগানো হয়েছে হাই স্মার্ট আলো।
আরও পড়ুনঃ নেশাগ্রস্ত গাড়ি চালকদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা জয়গাঁ ট্রাফিকের
যার ফলে মোটামুটিভাবে আলোকিত হয় গোটা এলাকা, কিন্তু চন্দ্রকোনা রোড ব্লক কার্যালয় অফিস থেকে পরিমল কানন পার্ক যাওয়ার রাস্তায় কোনো আলো নেই। শহরের দোকানপাট খোলা থাকলে তবেই আলোকিত হয় রাস্তা, কিন্তু দোকান বন্ধ হওয়ার পর পুরো অন্ধকারে ঢেকে যায় চন্দ্রকোনা রোড শহর।
ফলের সমস্যায় পড়তে হয় পথচলতি মানুষ থেকে দৈনন্দিন যাত্রীদের, তাই প্রশাসনের এই নয়া উদ্যোগ। যার ফলে উপকৃত হবে যেমন এলাকার বাসিন্দারা অপরদিকে উপকৃত হবে পথচলতি মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584