নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এলাকার উন্নয়ন তহবিল থেকে সাজিয়ে তোলা হচ্ছে গোটা শহর কে সেই লক্ষ্যেই ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে এলাকার অবৈধ স্টলগুলোতে তুলে দেয়া হচ্ছে। ফলে বেকারত্ব বাড়ছে এলাকায়।
আরও পড়ুনঃ মাটিগাড়ায় পুলিশ হেপাজতে ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ লাইনে ক্লোজ পাঁচ
কারণ যে স্টলগুলোতে তোলা হচ্ছে তাদের দেয়া হচ্ছে না কোন পুনর্বাসন সেই দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা,শনিবার সমুদ্র সৈকত নিউ দীঘা সবুজের হাট এলাকায় উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত সভা ও রাস্তা অবরোধ করল স্থানীয় ব্যবসায়ীরা,স্থানীয় ব্যবসায়ীদের দাবি যেসব দোকানদার গুলিকে তুলে দেয়া হচ্ছে সেগুলিকে পুনর্বাসন দেওয়া, যদি না আগামী দিনে সেইসব দোকানদারের মালিকেরা যদি না দোকান পায় প্রশাসনের তরফ থেকে তা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584