সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বুলবুল ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দূর্যোগ কেটে যাওয়ার পর, তৎপর হয়েছিল রাজ্য সরকার। এমনকি রাজ্য সরকারের তত্ত্বাবধানে দেওয়া হয় ক্ষতিপূরণ। প্রথমত একটি ক্ষতি পূরণের তালিকা নেওয়া হয়, কিন্তু সেখানেও বিপত্তি ঘটে।
স্বজনপোষণের অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর যাদের নাম উঠেছে, তারা সরকারি ভাবে ক্ষতিপূরণ পেলেও, সেই ক্ষতিপূরণ দেওয়া নিয়ে একে অপরের সাথে বিরোধ শুরু হয়। প্রসঙ্গত, গত মাসে সরকারি অনুদানের ঘটনাটি হাতে নাতে ধরা পড়ার পর আবারও এক ঘটনার সন্মুখীন হলো বাসিন্দারা।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে পিছিয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির তৃতীয় বর্ষের পরীক্ষা
সরকারের দেওয়া ক্ষতিগ্রস্তদের কাপড় এলাকারই এক স্থানীয় দোকানে ঝুলতে দেখে স্থানীয়রা। সেই মুহূর্তে দোকানের মালিককে হাতেনাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা।এই ঘটনার পর অন্যান্য রাজনৈতিক দল ওই দোকানের নামে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ স্বাস্থ্য কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে যোগ ” হু “-র প্রতিনিধি দলের
এরপর দোকানের মালিককে সরকারি স্ট্যাম্প ও বিপর্যয় মোকাবিলা দপ্তর লেখা এই কাপড়গুলো অধিক পরিমানে তার দোকানে কোথা থেকে এল এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্নের পরিপ্রেক্ষিতে দোকানের মালিকের কাছ থেকে সম্পূর্ণভাবে উত্তর না পাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে।
তবে এ বিষয়ে রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু বাবুকে পুরো ঘটনার কথা জানানো হয়। পাশাপাশি খবর দেওয়া হয় ডায়মণ্ড হারবার মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও কেও।
এছাড়াও, সেই দোকানের ভেতর থেকে মোট ৭০০ পিস কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ – ১৬ লক্ষ টাকা। এত টাকার কাপড় কিভাবে এই দোকানে বিক্রি হচ্ছে সেটাকে নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। এমনকি এ ঘটনার জেরে রাজনৈতিক দলগুলির মধ্যেও চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584